সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শরীয়তপুরের নতুন এসপির ডামুড্যা থানা পরিদর্শন 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

শরীয়তপুরের নতুন এসপির ডামুড্যা থানা পরিদর্শন 

ডামুড্যা থানা পরিদর্শন করে গেলেন শরীয়তপুর জেলায় সদ্য যোগদানকৃত জেলার পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। গত রোববার তিনি ডামুড্যা থানা পরিদর্শনে আসেন।

থানা ও থানার কম্পাউন্ড  পরিদর্শনসহ থানার অফিসারদের সাথে মতবিনময় করেন এবং তাদেরকে নানা দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার থানার অবকাঠামো দেখে প্রশংসা করেন।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের সাথে তাদের ভুমিকা যেনো কঠোর থাকে। কোন প্রকার অপরাধী বা অপরাধের সাথে যেনো তারা কোন আপোষ না করেন। অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলমসহ প্রমুখ।

টিএইচ